ইব্রাহিম আলম সবুজ, কুড়িগ্রাম প্রতিনিধি। || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫ ৫:৫২ অপরাহ্ণ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সুদানে বিদ্রোহীদের বোমা হামলায় নিহত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য শান্ত মন্ডল(২৬)। তার মৃত্যুসংবাদ পৌঁছামাত্রই কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছাট মাধাই গ্রামে নেমে এসেছে গভীর শোক।
নিহত শান্ত মন্ডল রাজারহাট উপজেলার ছাট মাধাই গ্রামের মন্ডলপাড়ার বাসিন্দা। তিনি সাবেক সেনা সদস্য নুর ইসলাম মন্ডল ও সাহেরা বেগমের কনিষ্ঠ পুত্র। তার বড় ভাই সোহাগ মন্ডলও বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, শান্ত মন্ডল ২০১৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। চলতি বছরের নভেম্বর মাসে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে যান। দায়িত্ব পালনকালে সেখানে বিদ্রোহীদের ছোড়া বোমার আঘাতে তিনি শহীদ হন।
নিহতের মৃত্যুসংবাদ এলাকায় পৌঁছালে তার বাড়ি ও পুরো গ্রামে শোকের মাতম শুরু হয়। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। প্রতিবেশী ও স্বজনদের ভিড়ে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয় বাসিন্দারা জানান, শান্ত মন্ডল ছিলেন অত্যন্ত শান্ত, সৎ ও সাহসী একজন যুবক। তার অকাল মৃত্যুতে সবাই হতবাক ও মর্মাহত।
সরেজমিনে সোমবার ১৫ ডিসেম্বর দুপুরে ছাট মাধাই গ্রামের মন্ডলপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, নিহতের বাড়িতে চলছে শোকের মাতম। ছেলের মরদেহ একনজর দেখার আকুতি জানিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার মা সাহেরা বেগম।নিহত শান্ত মন্ডলের স্ত্রী দিলরুবা খন্দকার বৃষ্টি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। স্বামীর মৃত্যুসংবাদ শোনার পর থেকেই বারবার জ্ঞান হারাচ্ছেন তিনি। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন,
শান্ত আমাকে কথা দিয়েছিল দ্রুত ফিরে আসবে। সে আমাকে ছেড়ে যেতে পারে না। আমার শান্তকে আমাকে ফিরিয়ে দাও।নিহতের বড় ভাই সোহাগ মন্ডল জানান, গত শনিবার বিকেলেও ভিডিও কলে শান্তর সঙ্গে তার কথা হয়েছিল। তখন সবকিছু স্বাভাবিকই ছিল। পরে রাত সাড়ে ১০টার দিকে প্রতিবেশীদের মাধ্যমে নিহতের বিষয়টি জানতে পারেন। দেশের জন্য দায়িত্ব পালনকালে এই সেনাসদস্যের আত্মত্যাগে রাজারহাটে উপজেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।