এনামুল হক,নওগাঁ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৫ ১১:৪৪ অপরাহ্ণ
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পাতাড়ী ফাযিল মাদ্রাসায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল থেকেই মাদ্রাসা প্রাঙ্গণে দিবসটির তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে এক গভীর শোকের আবহ বিরাজ করে। কর্মসূচির শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া সকল বুদ্ধিজীবীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কালো ব্যাজ ধারণ করা হয়। এরপর জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল। এই নির্মম হত্যাকাণ্ড ছিল বাংলাদেশের ইতিহাসের এক বেদনাবিধুর অধ্যায়।
বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের মাধ্যমেই আজকের স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। তাঁদের আদর্শ ধারণ করে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা শহীদ বুদ্ধিজীবীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন এবং দিবসটির তাৎপর্য তুলে ধরেন। আলোচনা সভা শেষে জাতির সূর্যসন্তানদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ মাদ্রাসার সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও শহীদদের আত্মত্যাগের চেতনা ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা।