মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৫ ৬:৩৭ অপরাহ্ণ
দিনাজপুরের পার্বতীপুরে আজ ১৪ ডিসেম্বর সকাল ১১ টায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পার্বতীপুর প্রেস ক্লাবে এক জনাকীর্ণ পরিবেশের মধ্যে দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, প্রতিবারের ন্যায় এবারও
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের মত পার্বতীপুর প্রেসক্লাবেও আজ দিবসটিকে ঘিরে আলোচনার তাৎপর্য তুলে ধরেন উপস্হিত সাংবাদিক গণ। উক্ত আলোচনা সভার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দৈনিক ভোরের দর্পণ পার্বতীপুর প্রতিনিধি অধ্যাপক আতাউর রহমান।
শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাহাফুজুল ইসলাম রিপন।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে এর তাৎপর্য তুলে ধরেন বক্তাগণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যার মাধ্যমে দেশকে মেধাশূন্য করার যে অপচেষ্টা চালানো হয়েছিল, তা ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। এ সময় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।