মাহাবুব আলম,রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২৫ ১:৪৯ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হাজার বছরের ঐতিহাসিক নেকমরদ ওরশ মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার (৬ ডিসেম্বর) রাতে মেলা অফিস প্রাঙ্গনে মাসব্যাপি উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেলা কমিটির সভাপতি মিজ.খাদিজা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ। আরো বক্তব্য দেন- উপজেলা বিএনপির সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, কেন্দ্র গণঅধিকার পরিষদের সহ সভাপতি মামুনুর রশিদ মামুন, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক, জেলা নাগরিক পার্টির সাধারণ সম্পাদক, খলিলুর রহমান প্রমুখ।
এছাড়াও পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সম্পাদক মহসিন আলী, সিনিয়র সহ-সভাপতি নুর নবী, খলিলুর রহমান, সহ-সম্পাদক শাহাবুদ্দিন, দপ্তর সম্পাদক ফেরদৌস আলম মানিক, মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস, সদস্য সচিব আনারকলি, নেকমরদ ইউনিয়ন বিএনপি সম্পাদক, তানজু, মেলা কমিটির সাধারণ সম্পাদক নবী আলী প্রমুখ। বিভিন্ন দলের রাজনৈতিক নেতা কর্মী বৃন্দ মেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ, দোকান ব্যবসায়ী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি সভাপতি ও মেলা কমিটির নেতা আবু বক্কর সিদ্দিক মানিক।
বক্তারা তাদের বক্তব্যে নেকমরদ ঐতিহাসিক মেলার ধারাবাহিকতা ও ঐতিহ্য ধরে রাখার জন্য মেলা কমিটির সুষ্ঠু,শান্তিপূর্ণ ও প্রাণবন্তভাবে মেলা অনুষ্ঠিত হবার প্রত্যাশা ব্যক্ত করেন।