রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকা || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২৫ ৬:৫১ পূর্বাহ্ণ
সাভারে উপজেলার তেতুঁলঝোড়া ইউনিয়নের পানপাড়া স্কুলের সামনে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। তেতুঁলঝোড়া ইউনিয়নের সাবেক ১নং ওয়ার্ডের প্রচার সম্পাদক মোঃ হারুনুর রশিদ এই দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেন।এর আগে কোরআন খতম দেওয়া হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি বিএনপি চেয়ারপারর্সনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। এই সময় বিশেষ অতিথি সাবেক সাভার উপজেলা বিএনপির সভাপতি ও তেতুঁলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জামাল উদ্দিন সরকার বলেন দেশবাসী ও আপনাদের কাছে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতার জন্য দোয়া চাই আপনারা সকলেই আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।
উক্ত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন তেতুঁঝোড়া উইনিয়েনের ১নং ওয়ার্ডের সভাপতি শহিদুল ইসলাম, সাভার বিশ্ববিদ্যালয়ের কলেজের সাবেক জি এস ও বিএনপির নেতা মোঃ সোহরাব উদ্দিন ভুলু, ছাত্র দল যুবদলসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন ।
পরে সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত শেষে স্থানীয় ও নেতা কর্মীদের মাঝে তাবারক বিতরণ করেন।