মনসুর আহাম্মেদ ঠাকুরগাঁও প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৫ ৮:০৫ অপরাহ্ণ
আজ ৬ ডিসেম্বর শনিবার জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে তারুণ্য উৎসব ও বর্নীল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে জামায়াতে ইসলামী মনোনীত ঠাকুরগাঁও-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান মাস্টারের সমর্থনে এ তারুণ্য উৎসব ও বর্নীল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুলাই আন্দোলনের সংগঠক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় দফতর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা ও ডাকসুর ভিপি সাদিক কায়েম।
ঠাকুরগাঁও ২ আসনের পার্থী আব্দুল হাকিম, জেলা জামায়েতর সাধারণ সম্পাদক অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, পীরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর বাবুল আহম্দে, ঠাকুরগাঁও-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান মাস্টার বলেন, হুশিয়ার করে বলতে চাই।
যারা বাংলাদেশের রাজনীতির নামে চাঁদাবাজি ধান্ধাবাজি সুদ- ঘুষের রাজত্ব করতে চান। এদেশের জনগণ আপনাদের মেনে নেবে না, এদেশে সত্য নিষ্ঠা আদর্শ নাই ইনসাফ কায়েম হবে, আপনারা শুধু দাড়িপাল্লা মার্কায় ভোট দিন পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে জামাতের মনোনীত প্রার্থী মিজানুর রহমান মাস্টার।