ডেক্স নিউজ || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২৫ ৭:৪৩ পূর্বাহ্ণ
প্রকৃতি, প্রযুক্তি ও তারুণ্যের নেতৃত্বে রোভারিং – এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২৭ নভেম্বর ২৫ থেকে ০১ ডিসেম্বর’২৫ পর্যন্ত ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫।
জেলা প্রশাসন ও জেলা রোভার, ঠাকুরগাঁও এর আয়োজনে ৫ দিনব্যাপী এই মুটে এ জেলার ৫টি উপজেলার কলেজসমূহ থেকে মোট ৫০ টি রোভার ইউনিট অংশগ্রহণ করে।
দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত এই রোভার মুটে কলেজ পর্যায়ের ছাত্র- ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ ছিল অত্যন্ত প্রশংসনীয়। শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও নৈতিকতা বিকাশের সাথে সাথে প্রকৃতি ও পরিবেশ সচেতন প্রযুক্তিতে সুদক্ষ ভবিষ্যত তরুণ নেতৃত্ব সৃষ্টিই ছিল এই রোভার মুটের মূল লক্ষ্য।
উক্ত ৪র্থ জেলা রোভার মুট-২০২৫ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মিজ ইসরাত জাহানসহ আরও অনেকে।