সামাদ হাওলাদার, সিঙ্গাপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৫ ১০:৫৩ পূর্বাহ্ণ
সিঙ্গাপুরের টেম্পিনিসে সড়ক দুর্ঘটনায় এক সাইক্লিস্ট নিহত হওয়ার ঘটনায় পলাতক ড্রাইভারকে বিপজ্জনক ড্রাইভিংসহ একাধিক অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
প্রায় ৩৫ বছর বয়সী মোহাম্মদ মুস্তাকিম ইসমাইল গত ২৪ নভেম্বর দুপুর ২টা ৩০ মিনিটের দিকে টেম্পিনিস অ্যাভিনিউ ৭ ও টেম্পিনিস স্ট্রিট ৪২ এর সংযোগস্থলে একটি পাওয়ার-অ্যাসিস্টেড সাইকেল (PAB) চালানো ৬৭ বছর বয়সী তাহা মুনকে ধাক্কা দেন। এতে তিনি গুরুতর আহত হলে সে অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও পরে তিনি মারা যান।
অভিযোগপত্রে বলা হয়েছে, মুস্তাকিম লাল সিগন্যাল অমান্য করে গাড়ি চালাচ্ছিলেন এবং দুর্ঘটনার পর গাড়ি ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
তিনি ভুক্তভোগীকে সহায়তাও করেননি এবং ২৪ ঘণ্টার মধ্যে পুলিশকে দুর্ঘটনার কথা জানাননি।পরে ২৮ নভেম্বর তাকে মোট আটটি অভিযোগ দেওয়া হয়, এর মধ্যে রয়েছে বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো এবং মালিকের অনুমতি ছাড়া গাড়ি নেওয়া।
২৬ নভেম্বর তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে প্রসিকিউশন জানায় যে তিনি উচ্চ পালানোর ঝুঁকিতে আছেন, তাই তার জামিন দেওয়া উচিত নয়। তবে মুস্তাকিম দাবি করেন তিনি ঘটনাটিতে আতঙ্কিত হয়ে সেখান থেকে চলে গিয়েছিলেন এবং কোনো খারাপ উদ্দেশ্য ছিল না।
আদালত তাকে জামিন না দিয়ে ২ জানুয়ারি ২০২৬-এর প্রি-ট্রায়াল কনফারেন্স পর্যন্ত রিমান্ডে রাখার নির্দেশ দেয়।টেম্পিনিসের এই দুর্ঘটনার তিন দিন আগে আপার থমসন রোডে এই দু:ঘটনা ঘটে বলে জানা যায়।