সাইফুল ইসলাম সরকার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৫ ৫:০৩ পূর্বাহ্ণ
মুক্তিযুদ্ধের প্রথমভোরে
স্মরণ করে দেখ না ওরে
কে বাঁচালো রক্ত দিয়ে
স্বাধীনতার মান,
কে থামালো জঙ্গিবাদের
আগ্রাসী উথ্থান?
দিন কী রাতে পথে ঘাটে
নিরাপদে চলা যায়
বিপদ এলে পরাণ খুলে
মনের কথা বলা যায়।
বৃদ্ধ লোকের চলাচলে
কে প্রথমে হাত বাড়ায়
ডাকাতদলে হামলা দিলে
সামনে এসে কে দাঁড়ায়?
দুর্ঘটনার খবর পেলে
নেমে পড়ে উদ্ধারে
নিজের জীবন বাজী রেখে
অথই জলে ডুব মারে।
ঈদে-চাঁদে, রোজায়, পূজায়
ধর্মঘটে, অবরোধে
শীত, গরমে, বর্ষাকালে
ঝড়-বৃষ্টি তপ্ত রোদে
স্ত্রী-পরিজন, নিদ্রা ভুলে
সেবায় রত অবিরত
কে থাকে ভাই বন্ধু হয়ে
পাশাপাশি ছায়ার মতো?
এই অবদান চির অম্লান
ক্যামনে ওদের ভুলিস
ওরে, ক্যামনে ওদের ভুলিস?
দেশ জনতার বন্ধু সে তো
বাংলাদেশের পুলিশ।