মুক্ত কলম || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৫ ৯:৪১ অপরাহ্ণ
আলুর মান উন্নয়ন ও চাষাবাদের খরচ কমাতে ভার্মি কম্পোস্ট (কেঁচো/জৈব সার)-এর উপকারিতা ও প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা সভা। আয়োজন করেন মা এগ্রোর একটি উচ্চ ক্ষমতা সম্পূর্ণ-ভার্মি কম্পোষ্ট/ জৈব সার ট্রাইকোডার্মা সমৃদ্ধ কম্পোষ্ট জৈব সার ৪০কেজি প্রতি বস্তার দাম ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
মা এগ্রোর জৈব সার মাছের ঘেরে ও কৃষি ক্ষেতের উপযুক্ত সার উৎপাদন ও বাজারজাতকারী। মা এগ্রো চুয়াডাঙ্গা, বাংলাদেশ।প্রধান অতিথি: পয়গাম আলী,সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁও জেলা বিএনপি।
বিশেষ অতিথি: নাসিরুল আলম,উপজেলা কৃষি কর্মকর্তা, ঠাকুরগাঁও সদর। ড. এ টি এম সফিকুল ইসলাম,অধ্যাপক, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর।
কৃষিবিদ নজরুল ইসলাম,ইন্সট্রাক্টর, কৃষি ও মৎস্য ডিপ্লোমা কলেজ করনাই, পীরগঞ্জ।উক্ত সভায় সভাপতিত্ব করেন আব্দুস সালাম হাওলাদার সাবেক সভাপতি, ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও এমডি, হাওলাদার হিমাগার লিঃ।
স্থান: হাওলাদার হিমাগার লিঃ, জগন্নাথপুর, সদর, ঠাকুরগাঁও। তাং-১৩-১১-২০২৫ইং। আজ ঠাকুরগাঁওয়ের হাওলাদার হিমাগার লিমিটেডে আলুর মান উন্নয়ন ও চাষাবাদের খরচ কমাতে ভার্মিকম্পস্ট সারের উপকারিতা ও প্রয়োজনিয়তা বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বি এন পি এর নবনির্বাচিত সাধারণ সম্পাদক পয়গাম আলী । সভার সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি ও হাওলাদার হিমাগারের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম হাওলাদার ।
সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা, মা এগ্রোর চেয়ারম্যান, কৃষিবিদ নজরুল ইসলাম ও দুই শতাধিক আলু চাষী ও ব্যবসায়ী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভায় রাসায়নিক সার ও কীটনাশক এর ব্যবহার কমিয়ে জমির উর্বরতা বৃদ্ধির জন্য কেচো ও কম্পোজ স্যার ব্যবহার করতে কৃষকদের উৎসাহিত করতে বক্তারা মুল্যবান বক্তব্য রাখেন। তবে মা এগ্রো চুয়াডাঙ্গা,বাংলাদেশ এর পরিচালক জানান আলু চাষের সময় মাত্র ২০০ শত টাকা পরিশোধ করে সার নেওয়া যাবে বাকি ২০০ টাকা আলু উত্তলন করে পরিশোধ করা যাবে।