তহমিনা বেগম বিউটি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫ ৫:০৮ অপরাহ্ণ
দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে অবস্থিত অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলটি। ২০১৭ সালে স্কুলটি স্থাপিত হলেও স্কুলের অবকাঠামোর দিক থেকে চারটি টিনের ঘর ছাড়া আর কিছুই নাই। বর্তমানে স্কুলটির ছাত্র, শিক্ষক, পরিচালক বৃন্দ, কমিটির লোকজন কাউকে দেখতে পাওয়া যায় না।
এলাকাবাসীর অনেকেই অভিযোগের সুরে বলেন, স্কুলটি ২০১৭ সালে স্থাপিত হলেও অদ্যাবধি স্কুলের ছাত্র-ছাত্রীদের কোন ক্লাস হয় না। এলাকাবাসী আরো বলেন, চক মথুরাপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমিতাভ রায় লিটন শুরু থেকেই স্কুলটি পরিচালনা করে আসছেন। স্কুলটির জায়গার মূল মালিক অতুল চন্দ্র রায়ের নামে মাঠ পর্চা থাকার পরেও তার ছোট ভাই চিত্তরঞ্জন রায় অমূল্য কে স্কুলে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে অত্যন্ত সুকৌশলে দানপত্র দলিলটি স্কুলের সাধারণ সম্পাদক অমিতাভ রায় লিটন তার নিজের নামে করে নেন।
স্কুলটির এতই বেহাল অবস্থা যে বর্তমানে একটিও ছাত্র ছাত্রী নেই। এ বিষয়ে মুঠোফোনে স্কুলের সাধারণ সম্পাদক অমিতাভ রায় লিটনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, স্কুলে মোট শিক্ষক ও কর্মচারীর সংখ্যা ২০ জন।
স্কুলটিতে ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মচারীবৃন্দ দীর্ঘদিন যাবত না আসায় বর্তমানে সেটি নেশার অভয়ারণ্যতে পরিণত হয়েছে। প্রতিদিন সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে অনেক অসামাজিক কার্যকলাপ সংঘটিত হচ্ছে বলে এলাকাবাসী জানান।