অনেক সময় জীবন থেকে চলে গিয়েছে।আবছা আলোয় ঠিক মত দেখতে পারি নাই। জীবনের প্রথম প্রহরে আলোকিত হওয়ার কথা থাকলে-ও আমাবস্যার কড়াল আঘাতে পথ চলতে কষ্টকে আলিঙ্গন করেছি।
যখন নিকস কালো আধার অল্প অল্প করে জীবন থেকে সরে গেলো। পরিপূর্ণ হওয়ার আগেই আবার কালো আধার ধেয়ে আসলো জীবনে। এভাবেই কেটে গেছে দীর্ঘ সময়, জীবনের স্বাদ ভুলে গিয়ে ছিলাম।
হটাৎ করে তুমি এলে আমার জীবনে ভালো বাসার দেবদুত হয়ে। পূর্ণ করে দিলে আমার হারিয়ে যাওয়া সময়। মুছে দিলে অতীতকে, ভুলে গেলাম আমি ফেলে আসা কষ্ট গুলোকে।
তোমাকে পেয়ে আজ আমি পরিপূর্ণ হয়ে উঠেছি। তোমার অক্লান্ত ভালো বাসা আমার পথ চলাকে মসলিন করেছে। শক্তি যুগিয়েছে আমার পথ চলা কে, বাকী জীবন টুকু তোমার নিশ্বাসে মিশে কাটিয়ে দিতে চাই আমার প্রিয়।