তহমিনা বেগম বিউটি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫ ১১:০৩ অপরাহ্ণ
দিনাজপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সদরের দক্ষিণ বালুবাড়ী মহিলা কলেজ মোড়ে অবস্থিত নিউ যমুনা ক্লিনিক এন্ড বৈশাখী ডায়াগনস্টিক সেন্টার প্রাঙ্গণে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে শীপ ইন্টারন্যাশনাল হাসপাতাল, এবং সহযোগিতা করে নিউ যমুনা ক্লিনিক এন্ড বৈশাখী ডায়াগনস্টিক সেন্টার।
ক্যাম্পে হৃদরোগ ও মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ রোগীদের বিনামূল্যে পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করেন। এর মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের হার্ট বিশেষজ্ঞ ডা. সোহেল কবির, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মাহফুজুর রহমান, এবং নিউ যমুনা ক্লিনিকের ডি-স্টাফ কামরুজ্জামান মুন।
এছাড়া নিউ যমুনা ক্লিনিকের চেয়ারম্যান জাকির হোসেন সহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। এদিন ক্যাম্পে শতাধিক রোগী অংশগ্রহণ করে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণ করেন।