আমির হোসেন || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫ ৪:১৩ অপরাহ্ণ
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বেড়াজালী গ্রামের আফতাব আলীর হামলায় এক কিশোর গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়। মঙ্গলবার সন্ধ্যায় বেড়াজালী বাজারে এ হামলার ঘটনাটি ঘটে। এ বিষয়ে নাইওর মিয়া বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায় পূর্ব শত্রুতার জের ধরে বেড়াজালী গ্রামের আফতাব আলী ও তার পাঁচ ছেলে মিলে একই গ্রামের নাইওর মিয়ার ছেলে ফাহিমের উপর অতর্কিতভাবে হামলা চালায় এ সময় তাদের হামলায় ফাহিমের ডান হাত ও বাম পায়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। রক্তাক্ত জখম অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।স্হানীয়দের সাথে আলাপকালে জানা যায় আফতাব আলী বেড়াজালী গ্রামের মূর্তিও মান এক আতঙ্কের নাম তার ভয়ে কেউ কথা বলেনা।
আফতাব আলীর সাথে নাইওর মিয়ার পরিবারের পূর্ব শত্রুতা থাকায় আফতাব আলীর ভয়ে নাইওর মিয়া ও তার পরিবারের লোকজন এক ঘরে অবস্থায় বসবাস করতে থাকে, কিছুদিন পূর্বেও নাইওর মিয়ার স্ত্রীকে বেরাজালী বাজারে ধারালো অস্ত্র দিয়ে ধাওয়া দেয় আফতাব আলী প্রাণভয়ে দৌড়িয়ে নাইওর মিয়ার স্ত্রী কোনরকম প্রাণে রক্ষা পায়। বেপরুয়া আফতাব আলী এলাকায় কারো কথাই শুনতে রাজি হয় না।
এ বিষয়ে আফতার আলীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে ফোন বারবার রিসিভ করে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন তিনি। এ বিষয়ে গোরারং ইউনিয়নের চেয়ারম্যান শওকত মিয়ার সাথে আলাপ করলে জানা যায় বেরাজালী গ্রামের আফতাব আলীর পরিবার ও নাইওর মিয়ার পরিবারের সাথে পূর্ব বিরোধিতার বিষয়টি তিনি অবগত হয়ে আফতাব আলীর সাথে বিরোধিতার মীমাংসার জন্য চেষ্টা করেন কিন্তু আফতাব আলী সরাসরি বিষয়টি প্রত্যাখ্যান করেন পরে আমি জানতে পারি নাইওর মিয়ার ছেলের উপর মঙ্গলবার রাতে আফতাব আলী ও তার পাঁচ ছেলে মিলে হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। অভিযোগের সত্যতা স্বীকার করে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।