শামসুল আলম || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ৪:০৫ অপরাহ্ণ
শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং যুগোপযোগী পাঠদানের কৌশল উদ্ভাবনে শিক্ষকদের অংশগ্রহণ নিশ্চিত করতে দিনাজপুরের বোচাগঞ্জে অনুষ্ঠিত হয়েছে শিক্ষকদের সক্ষমতা উন্নয়নের জন্য আইডিয়া মেলা ২০২৫।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বোচাগঞ্জ উপজেলার দশটি স্কুলের ১০০ শিক্ষক ও ১০০ জন অভিভাবক ও ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে শিক্ষকেরা শ্রেণিকক্ষ পরিচালনা, প্রযুক্তিনির্ভর শিক্ষা, শিক্ষার্থীদের শেখার আগ্রহ বাড়ানোর পদ্ধতি, মূল্যায়ন প্রক্রিয়ায় উদ্ভাবন, শিশুদের মানসিক স্বাস্থ্যের যত্ন, এবং সহশিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর করার নানা আইডিয়া উপস্থাপন করেন।
গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক খায়রুল বাসারের সভাপতিত্বে আইডিয়া মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু বক্কর সিদ্দিক, গুড নেবারস বাংলাদেশের প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার পলাশ রনি মন্ডল, গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের সিডিসি সভাপতি বিশ্বনাথ রায়।
অনুষ্ঠানে বক্তারা বলেন,আজকের শিক্ষার্থী আগামী দিনের নাগরিক। তাদের সঠিকভাবে গড়ে তোলার জন্য শিক্ষকদের নিজস্ব সক্ষমতা উন্নত করা অত্যন্ত জরুরি। এই ধরনের আইডিয়া মেলা শিক্ষকদের মধ্যে জ্ঞান বিনিময় ও সৃজনশীল চিন্তার প্রসার ঘটাবে।