বিশ্বজিৎ সরকার রনি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৫ ৯:৫৪ অপরাহ্ণ
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৩ টা থেকে সন্ধ্যা ১৮০০ ঘটিকা পর্যন্ত ঠাকুরগাঁও জেলার পুরাতন বাসস্ট্যান্ড ও হাজীপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে আমাদের হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও নিউ সূর্যের হাসি ক্লিনিক এ অনিয়ম ও আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়।
অভিযানে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও সদর ক্যাম্পের অফিসার ক্যাপ্টেন মোঃ হাবিব উল্লাহ মুহিব এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোরসালিন তুরাগ। উক্ত দুই প্রতিষ্ঠানের কোনো রকম লাইসেন্স নেই এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই অবৈধভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছিল।
এ কারণে আমাদের হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তিনদিন পরে রোগী স্থানান্তরের পর সিলগালা করার সিদ্ধান্ত নেয়া হয় এবং নিউ সূর্যের হাসি ক্লিনিকে তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেওয়া হয়। জানা গেছে, জেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আগামী দিনগুলোতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।