তহমিনা বেগম বিউটি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫ ৩:০৫ অপরাহ্ণ
দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ২৭ আগস্ট ২০২৫ বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিক্ষার মানোন্নয়নে বিষয়ভিত্তিক শিক্ষকদের (মাধ্যমিক) সাথে ইংরেজি বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, আদর্শবান মানুষ গড়ে তুলতে হলে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও মানবিকতা শেখাতে হবে। বাবা-মা এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধ শেখাতে হবে। তিনি বলেন, অধিকাংশ শিক্ষার্থী ইংরেজি বিষয়কে ভয় পায়, শ্রেনিকক্ষে সেই ভয় দূর করতে হবে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দীন আল আজাদ।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন চেরাডাঙ্গী স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মো. জমসেদ আলী, ইকবাল হাই স্কুলের শিক্ষক ওবায়দুর রহমান, তফিউদ্দীন মেমোরিয়্যাল হাই স্কুলের সহকারি শিক্ষক (ইংরেজি) মোছা. রিফাত সুলতানা, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষক মোক্তার হোসেন, শিক্ষক মো. কবির হোসেন প্রমুখ।মতবিনিময় সভায় সদর উপজেলার সরকারি-বেসরকারি ৪০টি স্কুলের ৪০ জন শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।