ডাঃ নুরল হক || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৫ ৪:৩৮ অপরাহ্ণ
অদ্য ২৭ আগস্ট/২৫ জেলার বিরামপুর পৌর শহরে আমানুল্লাহ আদর্শ বিদ্যানিকেতন ও উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অর্চনার রানী কুন্ডু সহকারী শিক্ষক (বাংলা) আবুল হায়াত সহকারী শিক্ষক (গণিত) মামুনুর রশিদ প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এবং অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ নুরল হক সাংবাদিক (দৈনিক সংগ্রাম)।
বক্তারা বলেন, শিক্ষার গুণাগত মান উন্নয়ন করতে হলে শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে একটা সম্পর্ক থাকা দরকার। নিজ শিক্ষার্থীর শিক্ষার মান নিয়ে শিক্ষকের সাথে যোগাযোগ রাখা প্রয়োজন। এবং বিদ্যালয়ে শিক্ষকগন দায়িত্বের সহিত শিক্ষার্থীদের পাঠদান দেওয়ার প্রয়োজন বলে অনেকেই মত প্রকাশ করেছেন।
প্রধান শিক্ষক বলেন, অভিভাবকদের সন্তানের প্রতি নজর রাখতে হবে। বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলা করে সন্তানদের মানুষ করতে হবে। সন্তানের জন্য মা হচ্ছে প্রথম শিক্ষক। সন্তানদের খোঁজখবর রাখা বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করনে বিদ্যালয়ের সাথে যোগাযোগ রাখা প্রয়োজন।
আমাদের আন্তরিকতা যথেষ্ট থাকা সত্বেও অভিভাবকদের আন্তরিকতা অনেক কম থাকায় সঠিক জায়গায় পৌঁছানো যাচ্ছে না। অভিভাবকদের যথেষ্ট সচেতন হতে হবে।