শামসুল আলম || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৫ ৮:০০ অপরাহ্ণ
দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার ৩নং-ওয়ার্ডের বসবাসকারী জীবন যুদ্ধে পরাজিত মোঃ তোজাম্মেল হোসেন শুধুমাত্র বেঁচে থাকার জন্য নিরন্তর লড়াই চালিয়ে যাচ্ছে।
দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য কঠিন সংগ্রাম করা এই মানুষটি এক সময় একটি বেসরকারি ব্যাংকের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। সে সময় স্ত্রী, কন্যা সন্তান ও পরিবার-পরিজন নিয়ে সুখ শান্তিতেই ভরা ছিল তার জীবন। হঠাৎ শারীরিক অসুস্থতা তার জীবন উলটপালট করে দেয়। হারাতে হয় চাকরি, বন্ধ হয়ে যায় আর্থিক আয়। চিকিৎসা চালাতে জমি জমার পাশাপাশি শেষ সম্বল বসতবাড়ী বিক্রি করে সর্বস্বান্ত হয়ে পড়ে তোজাম্মেল। চরম আর্থিক সংকটে বিবাহ বন্ধন ছিন্ন করে স্ত্রী।
কন্যা সন্তানেরা ছেড়ে চলে যায়। প্রিয় জনদের থেকে বিচ্ছিন্ন হয়ে চরম একাকীত্ব ও নিঃসঙ্গতায় ভোগেন তিনি। ধীরে ধীরে সে সমাজের মূল স্রোতধারা থেকে দূরে সরে যায়। জীবন ধারণের মৌলিক চাহিদা পূরণ করাও তার জন্য কঠিন হয়ে পড়ে। বোচাগঞ্জ অডিটোরিয়াম এর বারান্দায় নিঃসঙ্গ জীবন যাপন করা তোজাম্মেল বেঁচে থাকার জন্য মানুষের কাছে হাত পেতে কঠিন সংগ্রামী মানবেতর জীবন যাপন শুরু করেন। বর্তমানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
তোজাম্মেল একটু সুস্থ্য হলে হয়তো বেঁচে থাকার জন্য আবারও মানুষের কাছে হাত পাতার পাশাপাশি অডিটোরিয়ামের বারান্দায় নিঃসঙ্গ জীবন যাপন চালিয়ে যাবেন। কিন্তু সমাজের দায়িত্ব মানুষের প্রতি মানুষের ভালোবাসা। সমাজের স্ব-হৃদয় ও বিত্তবান দানশীল মানুষের প্রতি অনুরোধ যে মানুষটি জীবনের সব চাওয়া পাওয়া থেকে বঞ্চিত হয়ে শুধুমাত্র বেঁচে থাকার জন্য এক নিরন্তর লড়াই চালিয়ে যাচ্ছে আপনারা তার পাশে দাঁড়ান। তাকে সহযোগিতা করুন।