ঠাকুরগাঁও || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৫ ৭:১৪ অপরাহ্ণ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও সহকারী সেক্রেটারি এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন বর্তমানে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল
বিএনপিকে বলেছেন, আপনারা পিআর পদ্ধতিকে ভয় পাচ্ছেন কেন? জামায়াতে ইসলাম এবার রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়। এবার ভোটে বিজয়ী হয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা তারা নিতে চায়। তারা আর একটা দলের সঙ্গে সমঝোতা করবে কেন?
আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও পৌর মিলনায়তনে এক যুবকর্মী সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেলাওয়ার হোসেন আরো বলেন, ‘আমরা ৯১, ৯৬, ২০০১, ২০০৯ এবং ২০১৮ সালের নির্বাচনে জোটবদ্ধভাবে অংশগ্রহণ করেছি আসন বাড়ানোর চিন্তা নিয়ে।
আর এবার শুধুমাত্র আসন বাড়ানোর চিন্তা নয়, আগামী দিনে বাংলাদেশের মানুষের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে ভোট বিজয়ের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি আরো বলেন, যে শক্তিকে জনগণ গণ-অভ্যুত্থানের মাধ্যমে বিতাড়িত করেছে, তাদের সঙ্গে আঁতাত করে একটি দল আবার ক্ষমতায় আসতে চায়। যাদেরকে আমরা পরাজিত করেছিলাম, যাদেরকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, ভেতরে ভেতরে তাদের সঙ্গে লিয়াজোঁ করে এখন ক্ষমতায় আসতে চাচ্ছেন।
আর আমরা চাচ্ছি তাদের বিচার। এই বিচার হলে তাদের সঙ্গে অন্যদের আঁতাত হবে না, এই আশঙ্কায় তারা বিচারও চায় না। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনকে দ্বিতীয় স্বাধীনতা অর্জন হিসেবে অভিহিত করে জামায়াতের এই নেতা আরো বলেন, দীর্ঘ ৩৬ দিনের রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে এক খুনি স্বৈরাচারকে পরাজিত করা হয়েছিল একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে। চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন নিয়ে এ দেশের ছাত্র-জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, জীবন দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে।
২০২৪ এর ৫ আগস্টের পর আরেকটি রাজনৈতিক শক্তি একই ধরনের আচরণ নিয়ে আবির্ভূত হয়েছে এবং পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাইছে উল্লেখ করে দেলাওয়ার বলেন, যেই ১৪-এর বিরুদ্ধে আমরা লড়াই করেছি, যেই ১৮ এবং ২৪-এর নির্বাচনের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করেছি, তারাই কিনা আজকে আবার মানুষের মতামতকে উপেক্ষা করে, জনসমর্থনকে উপেক্ষা করে, তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।
নির্বাচনী সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির পক্ষে তার দলের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা শাখার আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। এ ছাড়া এতে আরো বক্তব্য রাখেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ও ঠাকুরগাঁওয়ের সাবেক জেলা আমীর মাওলানা আব্দুল হাকিম, জেলা সেক্রেটারি মো. আলমগীর হোসেন এবং ঠাকুরগাঁও পৌরশাখার আমীর মাওলানা শামসুজ্জামান শাহ শামীমসহ অন্যান্য নেতারা।
এসময় জামায়াতে ইসলামী বাংলাদেশ ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরসহ সংগঠনের বিভিন্ন স্তরের যুব নেতারা উপস্থিত ছিলেন।