মুক্ত কলম || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৫ ২:১২ অপরাহ্ণ
আজ শনিবার ১৬ আগস্ট ২০২৫ তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ বাজার এলাকায় মাদক ব্যবসায়ী ইউনুস (৩২) এবং মঞ্জুর রহমানকে (২৭) গ্রেফতারের জন্য ঠাকুরগাঁও আর্মি ক্যাম্প হতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। মাদক ব্যবসায়ী ইউনুস আলী ও মঞ্জুর রহমানকে গ্রেফতারের জন্য সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের ম্যাজিস্ট্রেট সহ একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
ইউনুস আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে ৯১ পিস ইয়াবা, ০১ টি মোবাইল ফোন (বাটন) এবং মাদক বিক্রির ৫৩৯৮০ নগদ টাকা এবং মঞ্জুর রহমানের বাড়িতে তল্লাশি চালিয়ে ৩১ পিসি ইয়াবা, হিরোইন, ও ১ টি মোবাইল ফোন (বাটন) পাওয়া যায়। পরবর্তীতে ঘটনাস্থলে মাদক ব্যবসায়ী ইউনুস আলী ও মঞ্জুর রহমানকে গ্রেফতার করা হয়। আসামি ও উদ্ধারকৃত সামগ্রী স্থানীয় পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
পুলিশ বাদী হয়ে মঞ্জুর রহমানের বিরুদ্ধে ঠাকুরগাঁও থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে ইউনুস আলীকে ৬ মাসের জেল এবং ১০০০ হাজার টাকা জরিমানা করে।