সোহরাব আলী || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৫ ১২:৫১ অপরাহ্ণ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের বসন্তজোত বালাবাড়ি এলাকায় এলজিইডি নির্মিত পাকা রাস্তায় ফাটল ধরেছে। বৃষ্টির পানির প্রবল স্রোতে এই ফাটল তৈরি হওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের অবিরাম বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তুলশিয়াবিল খালের পানি ডাহুক নদীতে প্রবাহিত হচ্ছে। এতে খালসংলগ্ন শালবাহান বালাবাড়ি বসন্তজোতের পাকা রাস্তার অদূরে প্রায় ৫০ মিটার এলাকায় ফাটল দেখা দিয়েছে।
গ্রামবাসীর আশঙ্কা, দ্রুত মেরামত না হলে যেকোনো সময় রাস্তার আরও বড় অংশ ভেঙে পড়তে পারে, যা যোগাযোগ ব্যবস্থায় মারাত্মক বিপর্যয় ডেকে আনবে। স্থানীয়রা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টউপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু কে জানান।
পরে পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর নির্দেশে পানি উন্নয়ন বোর্ডের কাম্য সহকারী তোফায়েল আহাম্মদ সিদ্দিকী আজ দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পর্যবেক্ষণ করার পর তেতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় কে অবগত করেন। এলাকাবাসী জানান দ্রুততম সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার না হলে জনসাধারণের চলাচল ব্যাহত হবে একটি সূত্র জানায় বৃষ্টির পানির চাপ ও ডাহুক নদী থেকে রাতের অন্ধকারে ডেজার মেশিনে পাথর উত্তোলনের পলি ভর্তি পাথর যাতায়াত করা রাস্তাটি ব্যাপকভাবে ফাটল ধরেছে।