মোক্তারুজ্জামান মোক্তার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৫ ৫:০৫ অপরাহ্ণ
দিনাজপুরের পার্বতীপুরে আলোর পথে প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে আজ ৯ আগষ্ঠ সকাল ৯ টায় সাহেবপাড়া এলাকায় অন্ধকার আর নয় দৃষ্টি ফিরাতেই এই ক্যাম্পের কর্মসৃচির আয়োজন করা হয়েছে। জানা গেছে, উপজেলার পৌর সভায় সাহেব পাড়া এলাকার রেলগুম্টির পশ্চিম পার্শ্বে আলোর পথে প্রতিবন্ধী বিদ্যালয়ে এ কর্মসূচির ব্যবস্হা করা হয়।
এখানে চোখে ছানি পড়া চোখে ঝাপসা দেখা, দৃষ্টি হারা, এমনকি অর্থাভাবে চিকিৎসা করতে পারে না এমন রোগীর চিকিৎসা করা হয়। এছাড়াও চোখের চিকিৎসা ও ছানি অপারেশনের সহযোগিতায় আর্থিক ও কারিগরি সহায়তায় রয়েছে আন্তর্জাতিক মানবকল্যাণের প্রতিষ্ঠান শারজা চ্যারিটেবল অর্গানাইজেশন। এ ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকায় নারী-পুরুুষ প্রায় ৩ শতাধিক সকাল থেকে ক্যাম্পে ভীড় জমায়। কেউ জীবনের প্রথম চশমা পাওয়ার আশায়, কেউ বা হারিয়ে যাওয়া দৃষ্টি ফেরাতে, কেউবা ছানি অপারেশনের জন্য আসে। চিকিৎসক ধৈর্যসহকারে রোগীর চোখ পরীক্ষা করেন এবং ফিরিয়ে দিচ্ছে ব্যথাহীন অপারাশনে চোখ। এই ক্যাম্পটি পরিচালনা করেন, সিনিয়র মেডিকেল অফিসার মরিয়ম চক্ষু হাসপাতাল সৈয়দপুরের ডা: মুরাদ ইবনে হাসিব সৈকত।
এখানকার আয়োজকরা বলছেন,এখানে শুধু একটি চিকিৎসা কার্যক্রম নয়, এটি একটি মানবতার জয়গা ও বটে । যারা দৃষ্টিহীনতার অন্ধকারে বন্দীদশায় দিন কাটাত, তারাই আজ নতুন করে দেখবেন এ সুন্দর পৃথিবীর চারিদিক এমন আহবানে প্রত্যয় ব্যক্ত করার কথা জানান।