ডাঃ নুরল হক || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৫ ৯:৫৯ পূর্বাহ্ণ
দিনাজপুরের বিরামপুর উপজেলায় তীব্র মাত্রায় বিদ্যুতের লোড শেডিং এ জনজীবন বিপর্যস্ত শিশুরা গরমে অস্থির। গত তিনদিন একাধারে এক ঘন্টা বা আধাঘন্টা বিদ্যুৎ সরবরাহ থাকলেও প্রায় ৩ থেকে ৪ ঘন্টা বিদ্যুৎ বন্ধ থাকে।
শহরগুলিতে যতটুকু বিদ্যুৎ পাওয়া যায় গ্রামগঞ্জে বিদ্যুৎ নাই বললেই চলে। ভ্যাপসা গরমে তীব্র তাপদাহে গরমে অস্থির জনজীবন। এদিকে চলমান এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীরা বিদ্যুতের অভাবে লেখাপড়ার বিঘ্ন হচ্ছে। গরম থেকে নিস্তার পাওয়ার জন্য উচ্চবিত্ত ব্যক্তিগণ চার্জার ফ্যান, শোলার বা আইপিএস এর উপর নির্ভর করছে কিন্তু নিম্নবিত্ত গরিব জনসাধারণ হাত পাখায় একমাত্র সম্বল। রাতের কাজকর্ম লেখা পড়ার আলোর জন্য অনেকে হারিয়ে যাওয়া ঐতিহ্য হ্যারিকেন এবং কুপির কথা মনে করছেন।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির ২ জিএম জানান, বড় পুকুরিয়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্রে যান্ত্রিক ত্রুটির জন্য উৎপাদন বন্ধ থাকায় বিদ্যুতের লোড শেডিং হচ্ছে। বিরামপুরের ৬০ মেগাওয়াট বিদ্যুৎতের চাহিদা থাকলেও বর্তমানে জাতীয় গ্রিড থেকে পাওয়া যাচ্ছে ২০ থেকে ২৫ মেগাওয়াট। ফলে ফিডার গুলিতে রেশিও ভাবে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এ অবস্থা কদিন চলবে এ বিষয়ে তিনি কিছু বলতে পারছেন না।