লাকি নাসরিন || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৫ ১১:২৪ পূর্বাহ্ণ
আজ বৃষ্টি নেই রাতে।
আকাশে চাদটা খুজে পেলাম না।
পেলাম শুধু আবছা আকাশটা। বুঝলাম না। বৃষ্টি আসবে নাকি চাদ মেঘে ঢেকে গেছে।
তবুও ঝিরিঝিরি বাতাসটা।
তবু এলো বুঝি বরষা এই মাঝরাতে।
আরও শূন্যতায় ভরিয়ে দিলো বরষাটা।
কাদিয়ে দিলো মনটা।
তবুও ঝরুক বরষাটা।
বৃষ্টিটা ঝরে মুড়িয়ে দিলো চাদরটা!
তবুও ঝড়ুক বরষা
বরষা শীতের এই মাখামাখি টা
বৃষ্টি ভেজা মাটির গন্ধটা
অনুভূতিটা জাগিয়ে তোলে নিখুঁতভাবে
আর ভাসিয়ে নিয়ে যায়
বৃষ্টিস্নাতো কল্পনায়
তবুও ঝড়ুক বরষা
বরষার এই টুপটাপ ফোঁটা
আর আনচান করা মনটায়
ঝরে যাক বরষাটা
তবু ঝরুক বরষাটা