সানিয়াদ হোসেন সাঈদী,ঠাকুরগাঁও প্রতিনিধি: কয়েক দিনের টানা বৃষ্টিতে দেশের উত্তরাঞ্চলের কৃষক’রা পড়েছেন বিপাকে। আবহাওয়া খারাপ থাকায় এবং আবাদি জমি কাঁদা-পানিতে ভরে যাওয়ায় কৃষকরা মাঠ থেকে তুলতে পারছেন না, এই মৌসুমের জনপ্রিয় ফসল ভুট্টা ।
যেসব ভুট্টা তোলা হয়েছে, সেগুলোও বিক্রির জন্য বাজারে নিতে পারছেন না তারা। বাড়ির উঠান কিংবা আঙিনায় ঢিবি আকারে রেখেছেন সেসব ভুট্টা। আবহাওয়া খারাপ থাকায় ভুট্টা বিক্রিও বন্ধ হয়ে গেছে । হারিয়ে গেছে… কৃষকের মুখের হাসি।
বিশেষ করে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, ও লালমনিরহাটের কৃষকদের অবস্থা সবচেয়ে করুণ। এই অঞ্চলের ভুট্টা উৎপাদনকারী চাষিরা জানান, প্রতি বছর এই সময়টাতে ভুট্টা বিক্রি করে সংসারের খরচ মেটানো হয়। কিন্তু এবার টানা বৃষ্টির কারণে ভুট্টা জমিতেই নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলার ভুট্টা চাষি আমজাদ হোসেন বলেন, ‘বৃষ্টির জন্য এক সপ্তাহ ধরে ভুট্টা তুলতে পারছি না। যেগুলো তুলেছি, সেগুলো বিক্রিরও কোনো উপায় নেই। শুকাতেও পারছি না, বিক্রি তো দূরের কথা।আবহাওয়া অধিদপ্তর জানায়, ২৭ মে থেকে আবারো অতিবৃষ্টি ও টানা ভারি বর্ষণের কবলে পড়তে পারে দেশ।
কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উত্তরবঙ্গে প্রায় লক্ষাধিক একর জমিতে ভুট্টার চাষ হয়েছে। আবহাওয়া দ্রুত স্বাভাবিক না হলে কৃষকদের ক্ষতির পরিমাণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।