মিরু হাসান,স্টাফ রিপোর্টার: বগুড়ায় ট্রাক- সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত চারজন। শুক্রবার সন্ধ্যা পৌণে ছয়টার দিকে গাবতলী উপজেলার চকবোচাই বাজারের পাশ দিয়ে যাওয়া পাকা সড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম মতি (৬০)। তিনি বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে। এছাড়া আহতরা হলেন- মোছা. রুবিয়া ইসলাম বিউটি (৫৫), মো. টিপু সুলতান (৪৫), আলমগীর হোসেন আলম (৪২)। তাঁদের সবার বাড়ি বগুড়া জেলার বিভিন্ন এলাকায়। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ সেরাজুল হক।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, গাবতলী থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। এতে সিএনজির পাঁচজন যাত্রী গুরুতর আহত হন। তাদের তাৎক্ষণিক উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম মতিকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।##