ইব্রাহিম আলম সবুজ স্টাফ রিপোর্টারঃ শ্রীনগরের লৌহজং উপজেলার হলুদিয়া বাজারে তীব্র দাবদাহ গরমে ২ শতাধিক পথচারীকে খাবার স্যালাইন, ঠান্ডা পানি এবং শরবত খাইয়েছে বিক্রমপুর মানব কল্যাণ রক্তদান ফাউন্ডেশন।
শনিবার ১৭মে দুপুরে শ্রীনগরের লৌহজং উপজেলার হলদিয়া বাজার মোড়ে সামনে এ কার্যক্রম চালানো হয়। বিক্রনপুর মানব রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ নাঈম হাসান ও সহকারি-পরিচালক মোঃ লিমন, সদস্য সুজন মোল্লা,কাউস্যার,সৌক্যত,রাতুল মোল্লা,ইসমাইল মল্লিক, তরিকুল ইসলাম,আসিফ, রামপ্রসাদ ঘোষ,নিলয় ঘোষ, সুনিল ঘোষসহ উপস্থিত থেকে এ কার্যক্রম পরিচালনা করেন।
কাসেম আলী নামের এক পথচারী বলেন, এ তীব্র গরমে
বিক্রমপুর মানব রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগটি খুবই ভালো লেগেছে। এমন উদ্যোগ নিয়ে সবারই এগিয়ে আসা উচিত।
মিঠু নামের এক অটো রিকশাচালক বলেন, বিক্রমপুর মানব রক্তদান ফাউন্ডেশনপর কাছ থেকে শরবত পান করলাম। এমনটা এ প্রথমবারই হয়েছে। বিক্রমপুর মানব রক্তদান ফাউন্ডেশন, সাধারণ মানুষের কথাও ভাবে। ধন্যবাদ বিক্রমপুর মানব রক্তদান ফাউন্ডেশনের টিমকে।
বিক্রনপুর মানব রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ নাঈম হাসান বলেন, তীব্র গরমে সড়কে চলাচলকারী মানুষদের পানিশূন্যতার বিষয়টি মাথায় রেখে বিক্রনপুর মানব রক্তদান ফাউন্ডেশন এ উদ্যোগ গ্রহণ করেছে। গরমে সড়কে, রিকশাচালক, অটোরিকশা চালক এবং পথচারীদের খাবার স্যালাইন, শরবত এবং ঠান্ডা পানি বিতরণ করা হয়েছে। জনস্বার্থে বিক্রনপুর মানব রক্তদান ফাউন্ডেশনের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।