মোসাদ্দেকুর রহমান,নীলফামারি প্রতিনিধিঃ খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি নীলফামারী রেলস্টেশনে প্রবেশ করার সময় ইঞ্জিনের সামনে ঝাপিয়ে পড়ে জালাল মুন্সি (৩০) নামে এক যুবক আত্নহত্যা করেছে।
বুধবার (১৪ মে) বিকাল ৫টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিহত জালাল মুন্সি নীলফামারী সদর ইউনিয়নের কচুকাটা গুড়গুড়ি গ্রামের কাওসার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনটি যখন নীলফামারী স্টেশনে প্রবেশ করছিল, তখন হঠাৎ করেই ট্রেনের ইঞ্জিনের সামনে ঝাঁপ দেন জালাল উদ্দিন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পারিবারিক সুত্রমতে জানাযায়, জালাল উদ্দিন তিন বছর আগে বিয়ে করলেও এখনো পর্যন্ত তার স্ত্রীর কোনো সন্তান হয়নি। এব্যপারটি নিয়ে সে দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। আর এই কারণে হয়তোবা সে আত্নহত্যার পথ বেছে নিয়েছেন।
সৈয়দপুর রেলওয়ে থানা (জিআরপি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি একটি আত্মহত্যার ঘটনা বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।