ডাঃ নুরল হক,বিরামপুর প্রতিনিধি: অল্প খরচে বেশি লাভ। বিরামপুর উপজেলার চক হরিদাসপুর গ্রামে ১৬ শত জমিতে ঢেঁড়স চাষ করেছেন কৃষক মোস্তফা আহম্মেদ। তিনি বীজ বপনের ২ মাস পর ঢেঁড়স উত্তোলন করা শুরু করেছেন। এ পর্যন্ত ১০ থেকে ১২ বার এবং প্রত্যেকবার ৫০ থেকে ৬০ কেজি ঢেঁড়স উত্তোলন করেছেন।
প্রতি কেজি ৪০ টাকা হিসেবে ২ হাজার ৪ শত টাকা বিক্রি করেছেন। ঢেঁড়স ২ দিন পরপর উত্তোলন করা যায়। আরো দুই মাস উত্তোলন করা যাবে তিনি জানান । তার উৎপাদিত ঢেঁড়স স্থানীয় চাহিদা মিটানোর পর স্থানীয় হাট বাজার থেকে পাইকারেরা বিভিন্ন জেলা শহরে নিয়ে যায়। এবং যোগাযোগের ব্যবস্থা ভালো থাকায় ক্ষেত থেকেও পাইকারিরা নিয়ে যায়। তিনি জানান, তার ঢেঁড়স চাষে বিরামপুর উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্তা, বতাসরিফা আক্তার সহযোগিতা ও পরামর্শ দিয়েছেন।
ঢেঁড়স চাষে সার ও কীটনাশক কম লাগে। কম খরচে বেশি লাভ। ঢেঁড়স চাষে তার ১৬ শতক জমিতে ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হয়েছে। উত্তোলনের শেষ পর্যন্ত প্রায় ১ লাখ টাকা ঢেঁড়স থেকে আয় হবে বলে আশা পোষণ করেন। তিনি ঢেঁড়স ছাড়া অন্যান্য সবজি, বেগুন, করোলা, ঝিঙ্গা আবাদ করে থাকেন।
সবজি চাষ করে তিনি ভাগ্যের পরিবর্তন করেছেন। তার সংসারে এখন কোন অভাব নেই। সংসারে মা ও স্ত্রীসহ দুই সন্তান রয়েছে। এক ছেলে কলেজে পড়ে এবং এক মেয়ে স্কুলে পড়ে বলে জানান।