রফিকুল ইসলাম জিলু,ব্যুরো প্রধান ঢাকা: সাভারে পৃথক স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
সমবার (১২ মে) দুপুরে সাভারের মিলিটারি ফার্মের একটি পুকুর থেকে একজনের ও ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন রেডিও কলোনী ইউটার্নের পাশ থেকে অপরজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের একজনের নাম আব্দুল খালেক (৭৫), তিনি টাঙ্গাইলের নাহরপুর থানার নাথুরা এলাকার মৃত নওজেশ আলীর ছেলে। তবে অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) খবর দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, দুপুরে স্থানীয় ও পথচারীদের খবরের ভিত্তিতে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনীরাত কেপিআই ভুক্ত এলাকা বেতার কেন্দ্রের দেয়ালের পাশ থেকে পঞ্চাশোর্ধ অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। লাশের বাম চোখে ও কপালে আঘাতের চিহৃ রয়েছে।তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। আব্দুল খালেকের মরদেহ মিলিটারি ফার্মের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
দুপুরে মিলিটারি ফার্মের পুকুরের পানিতে তার লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারন নিশ্চিতভাবে বলা যাবে।
তবে ঘটনা দু’টি হত্যা না দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হবে বলে জানান সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা। এছাড়াও নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান।