মোসাদ্দেকুর রহমান সাজু, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার ১০নং হরিণচড়া ইউনিয়নের ধরণীগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় হাইওয়ে মহাসড়ক রাস্তায় ভূট্টার খড় শুকাতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় প্রান গেল দিলীপ রায় (২৯) নামের এক যুবকের। বুধবার ৭ই মে সকাল সাড়ে ১০ টার দিকে ডোমার নীলফামারী হাইওয়ে মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত দিলীপ রায় ১০নং হরিণচড়া ইউনিয়নের মৃত অমল রায়ের পুত্র।এবং তিনি পেশায় একজন কৃষক। প্রত্যক্ষদর্শীরা জানায়, দিলীপ বাড়ির সামনে হাইওয়ে মহাসড়কে ভুট্টার খড় শুকানোর সময় ডোমার থেকে ছেড়ে আসা নীলফামারীর অভিমুখে যাওয়া দ্রুতগতির একটি মাইক্রোবাস পিছন দিক থেকে এসে দিলীপকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গুরুতর আহতবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
এবিষয়ে উপজেলার ১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল রানা দূর্ঘটনায় দিলীপ নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডোমার নীলফামারী হাইওয়ে মহাসড়কে ভূট্টার খড় শুকাতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় দিলীপ নিহত হয়েছে। তবে দূর্ঘটনার পর ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে গেছে, এখন পর্যন্ত তার কোন খোঁজ খবর পাওয়া যায়নি।
এ ব্যাপারে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় পরে হাসপাতাল থেকে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে আইনগত প্রক্রিয়া অব্যাহত আছে।