ডা: নুরুল হক,বিরামপুর প্রতিনিধি: দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় প্রান্তিক পর্যায়ে কৃষকদের নিকট থেকে ধান এবং চাল কল মালিকদের নিকট থেকে চাল সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে।
গতকাল সোমবার বেলা ১১ ঘটিকায় চরকাই এল এস ডি খাদ্য গুদাম চত্বরে ধান চাল সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজাহাত তাসনিম আওন।
চলতি বোরো মৌসুমে উপজেলার ৩৭ জন চালকল মালিকদের নিকট থেকে ৪৯ টাকা কেজি ধরে ৬ হাজার ৪৫৯ মেট্রিক টন চাল এবং প্রান্তিক পর্যায়ে কৃষকদের নিকট থেকে অ্যাপসের মাধ্যমে ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ১২০ ধান সংগ্রহ করা হবে। প্রত্যেক কৃষকের নিকট থেকে কৃষি অ্যাপসের মাধ্যমে সর্বোচ্চ ৩ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।