মুক্ত কলম নিউজ ডেক্স: নভো এয়ারের ফ্লাইট চলাচল কতদিন বন্ধ থাকবে কতৃপক্ষ তা নিশ্চিত করতে পারেনি।নভো এয়ার কতৃপক্ষ জানায়, সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করা হয়েছে। কারণ, সংস্থাটি তাদের বহরে থাকা পাঁচটি এটিআর বিমান বিক্রির প্রক্রিয়া শুরু করেছে। এই প্রক্রিয়াটি চলতি মাসেই সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে বিমান বিক্রির ইন্সপেকশন শুরু হয়েছে।
বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে চট্টগ্রাম,কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর এবং রাজশাহীতে প্রতিদিন অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে। যাত্রী সংকটের কারণে গত বছরের সেপ্টেম্বর থেকে তাদের একমাত্র আন্তর্জাতিক রুটে কলকাতার ফ্লাইট স্থগিত করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মঞ্জুর কবির ভূইয়া জানায়,ফ্লাইট বন্ধ রাখা বিষয়ে তাদের কতৃপক্ষের সাথে আমার কথা হয়েছে। তারা জানিয়েছেন অর্থনৈতিক কারনে বন্ধ রাখা হয়েছে। অর্থনৈতিক সমাধান না হলে নভো এয়ারের ভবিষ্যত কি হবে তা বলা যাচ্ছে না।