মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ মাওলানা নামের কিছু ধর্মান্ধরা বলে থাকেন নবান্ন হচ্ছে হিন্দুদের জন্য। মুসলমান ধর্মের মানুষদের এটা পালন করা জায়েজ নয়। ওদের এ ধরণের কথা যে মন গড়া এবং ধর্মবিদ্বেসী তার প্রমান মেলে বাংলা অগ্রহায়ন মাসের প্রথম দিন গ্রামে গ্রামে ঘুরে স্বচক্ষে দেখলে। গতকাল শনিবার সকাল থেকে বগুড়ার আদমদীঘি উপজেলার শালগ্রাম, কালাইকুড়ি, সাগরপুর, কাল্লাগাড়ী, কৈকুড়ি, কোমারপুর, কোমারভোগসহ বেশ কিছু গ্রামে ঘুরে দেখা গেল এ সব গ্রামে কোন হিন্দু ধর্মাম্বলী নেই। কিন্তু আছে বাঙ্গালীর ঐতিহ্যবাহী নবান্ন উৎসব।

এ উৎসব পালন উপলক্ষে প্রতিটি বাড়ীতে আমন্ত্রণ জানানো হয়েছে মেয়ে-জামাই, নাতি-নাতনি ও আত্মীয়-স্বজন। উৎসবটি পালন করা হচ্ছে ঈদের আমেজের আদলে। গ্রামের প্রতিটি বাড়ী থেকে বাতাসে ভেঁসে আসছিল উন্নত মানের খাবার বিশেষ করে মহিষ ও গরুর গোস্ত রান্নার সুবাস। নবান্ন উৎসব পালন উপলক্ষে ওই সব গ্রাম সহ আশপাশের বেশ কিছু গ্রামে প্রতি বছরের মত এবারো জবাই করা হয়েছে প্রায় অর্ধ শতাধিক মহিষ, গরু ও খাসি।

নবান্ন উৎসবকে ঘিরে শালগ্রামে গ্রামে রাস্তার মোড়ে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চুড়ি-ফিতা, আলতা ও বাচ্চাদের খেলার সামগ্রী এবং জিলাপী, রসগোল্লা, চমচম, বাতাসা ও পাঁপড় ভাজা সহ মূখরোচক নানান পন্যের পাশাপাশি বড় মাছের মেলা। এ ব্যাপারে উপজেলার শালগ্রামে নবান্ন উৎসবের আয়োজক আলহাজ্ব শেফাউর রহমান সাবু বলেন, কিছুু ধর্মান্ধরা আসলে মিথ্যা কথা বলে ধর্মপ্রান মানুষকে বিভান্ত করে। নবান্ন কোন ধর্মের নয়, এটা বাঙ্গালীর ঐতিহ্য।

পূর্ব পুরুষেরা এ উৎসব পালন করেছে আমরাও করছি। ছেলে-মেয়ে সাথে জামাই আর নাতি-নাতনি ও নিকট আত্মীয়দের নিয়ে নতুন ধানের চালের ভাত গোস্ত খাওয়ার আনন্দই অন্য রকম। এর সাথে ধর্মের লেজুর জুড়ে দেওয়া ঠিক নয়। এ বিষয়ে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও শালগ্রামের বাসিন্দা প্রবীন ব্যক্তি মহিউদ্দীন তালুকদার বলেন, পুর্ব পুরুষের আমল থেকেই এভাবে নবান্ন উৎসব পালন হয়ে আসছে। আর দিন দিন এ উৎসব পালনের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। মোট কথা গ্রাম বাংলায় নবান্ন উৎসব পালন করা হয় অনেকটা ঈদের আমেজের আদলে।

ফেসবুক মন্তব্য


মতামত জানান :

 
 
আরও পড়ুন
 

শিরোনাম :

মানবিক করিডর আসলে কী,বিশ্বের আর কোথায় আছে, কতটা কার্যকর? গলাচিপা-চরফ্যাসন সেতু নির্মান ত্বরান্বিতের বগা সেতু দেশের নবম চীন মৈত্রী সেতু বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারদের আর্থিক অনুদানের চেক বিতরণ যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেলফি পরিবহনের বাসের ধাক্কায় গণস্বাস্থ্যের কর্মীর মৃত্যু ৬টি বাস আটক রাজারহাটে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর শহরে এস এম আবাসিক হোটেল হতে ২ জোড়া আটক বগুড়ায় সারজিসের উপস্থিতিতে বিক্ষোভ সমাবেশে দুই গ্রুপের মারামারি,ধাওয়া-পাল্টা ধাওয়া ভোলা-বরিশাল সেতুর দাবিতে রাজধানী ঢাকার রাজপথ উত্তাল আশুলিয়ায় বিদেশি পিস্তল ও দেশিও ধারালো অস্ত্রসহ এক যুবক গ্রেফতার তুহিনকে কারাগারে প্রেরণ করায় বিক্ষোভ ও প্রতিবাদে উত্তাল ডোমার রাজারহাটে সুরুজ মিঞার পাশে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সংগঠন পার্বতীপুরে চীনের হাসপাতাল নির্মাণের দাবীতে মানববন্ধন আলীগের মতো অন্যায় করবেন না তাহলে বিএনপিকেও জনগণ ছুড়ে ফেলবে পীরগঞ্জে ভূয়া এতিম দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ মেডিকেল সার্টিফিকেটে ত্রুটির  অভিযোগ,সুষ্ট বিচারের শংকায় ভুক্তভোগি ঝিনাইদাহে ডিবির জালে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ধরা তাহিরপুর পর্যটন কেন্দ্র বারেকের টিলা চোরাচালানের নিরাপদ রুট ঝিনাইদহে বিলের মাঠে পড়ে ছিলো কৃষকের লাশ সংস্কার ও নির্বাচন দুটিই হউক ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  রংপুর মেট্টোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নির্বাচন সম্পন্ন কমলগঞ্জে চিপসের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ,গ্রেফতার ১ মৌলভীবাজার মধ্যরাতে আগুনে পুড়ল ফার্নিচারের দোকান থানায় অভিযোগ তেঁতুলিয়ায় তিরনইহাট বাজারে রাতের অন্ধকারে দুই দোকানে চুরি নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার লুন্ঠিত মালামাল উদ্ধার ঘোড়াঘাটে পুলিশের টহল গাড়িতে ডাকাতির চেষ্টা ২ ডাকাত গ্রেফতার পার্বতীপুরে মাহমুদুর রহমানের মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন রাজারহাটে উপজেলা আইনশৃংখলা ও অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত  ডোমারে আলীগের সা: সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল গ্রেফতার আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে ভারতের সঙ্গে উত্তেজনায় পাকিস্তানের পাশে চীন
Translate Here »