admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ জুলাই, ২০২৪ ৫:৪৫ অপরাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে ধরলা, তিস্তায় ভাঙন ও বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার ০৫ জুলাই বিকাল ৩ঃ০০ঘটিকায় ধরলা পানিতে বন্যার্ত ১শত পরিবারের মাঝে শুকনো খাবার সামগ্রী বিতরণ করেন উপজেলার ছিনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সাদেকুল হক নুরু।
শুকনো খাবার প্যাকেটে চিড়া, মুড়ি, বিস্কুট, সেলাইন, মোমবাতি ও পানি বিশুদ্ধ করন ট্যাবলেট।অপরদিকে শুক্রবার বিকেলে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদে তিস্তা নদীর ভাঙন ও বন্যার্ত ৫০টি পরিবারের মাঝে ১০ কেজি করে জিআর চাউল বিতরণ করেন।
ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামাণিক।বিতরণকালে উপস্থিত ছিলেন ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদ সদস্য মিনহাজুল ইসলাম,সদস্যা শেফালী বেগম, ছিনাই ইউনিয়ন পরিষদ সদস্য খালিদ প্রমুখ।