admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২২ ১২:৩২ অপরাহ্ণ
নাগরিক ভাবনাঃ Asma Akterঃ ঢাকা কলেজ ও নিউমার্কেট ব্যবসায়ীদের মধ্যে সৃষ্ট সংঘর্ষে কর্মরত সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা। ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেট ব্যবসায়ীদের সংঘর্ষের তোপে কেন নির্যাতিত হচ্ছে গণমাধ্যমকর্মী। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে নিউমার্কেটের ব্যবসায়ী-কর্মচারীদের মধ্যে সংঘর্ষ হচ্ছে গতকাল মধ্যরাত থেকে এখন পর্যন্ত আমি প্রথমত বলতে চাই সামান্য খাবারের দোকানে এমন কি ঘটনা ঘটতে পারে যা রক্তক্ষয়ী ঘটনার জন্ম দিতে পারে?

এক দিকে ছাত্র, অন্য দিকে আয়-রোজগারী মানুষ এই ছাত্ররাই তো কোন না কোন ব্যবসায়ী বাবার সন্তান আবার এই ব্যবাসয়ীরাই কোন না কোন ছাত্র/ছাত্রীর বাবা বা ভাই তাহলে কাদের সাথে কি নিয়ে এমন রক্তক্ষয়ী সংঘর্ষ? যার সূত্র ধরে আজ ২০ জন আহত হয়ে হাসপাতালে এবং একজনের মৃত্যু হয় আরো আই,সি,ইউ তে রয়েছে তিন থেকে চারজন তাদের অবস্থা খুবই শোচনীয়।
এরপর আসি দেশের প্রশাসনের কথায় সামান্য ঘটনায় এত দূর গড়ানোর মতো সুযোগ পেলো কি করে? প্রশাসন কি করেছে ? এখনোই বা তারা কি করছে? কোথায় কে বিজ্ঞান আর ধর্মের পার্থক্য বুঝিয়েছে সে বেলায় প্রশাসন হ্যান্ডকাপ নিয়ে হাজির হয়। আর ৪৮ ঘন্টা পেরিয়ে যাচ্ছে অথচ থামাতে পারছে না ! দেশের মধ্যে যদি এই অবস্থা হয় । তাহলে সীমান্ত রক্ষা নিয়ে চিন্তিত
আমি।
সত্যি কি আমরা সুরক্ষিত আছি?
নিউমার্কেট ব্যবসায়ী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে সাংবাদিকদের কর্মরত অবস্থায় হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে সরকারের কাছে সাংবাদিক হামলা ও নির্যাতনের সঠিক বিচার চাই। প্রকৃত আসামিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই সমস্ত ব্যবসায়ী নামের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে বিএমএসএফের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।