admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২১ ৮:৫৩ অপরাহ্ণ
রোহিঙ্গাদের ফেসবুকের বিরুদ্ধে ১৫০ বিলিয়ন পাউন্ডের মামলা। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে কয়েক ডজন রোহিঙ্গা শরণার্থী ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছেন। তাদের অভিযোগ, ফেসবুক রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অনুমতি দিয়েছে। তারা ক্ষতিপূরণ হিসাবে ১৫০ বিলিয়ন পাউন্ড দাবি করেছে। তাদের বক্তব্য, ফেসবুক নির্যাতিত সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা প্রচার করেছে। ফেসবুক তাৎক্ষণিকভাবে এই অভিযোগের জবাব দেয়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যমটির বিরুদ্ধে বিরুদ্ধে ঘৃণামূলক এবং বিপজ্জনক ভুল তথ্যের প্রচার বছরের পর বছর ধরে চলতে’ দেওয়ার অভিযোগ রয়েছে। যুক্তরাজ্যে রোহিঙ্গাদের প্রতিনিধিত্বকারী একটি ব্রিটিশ আইন সংস্থা ফেসবুককে চিঠি লিখেছে, যা বিবিসির হাতে এসে পৌঁছেছে।
চিঠিতে উল্লেখ করা অভিযোগগুলোর মধ্যে রয়েছেঃ
১) রোহিঙ্গা জনগণের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তৃতা প্রচারে সহায়তা করেছে।
২) সংস্থাটি মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতেন এমন মডারেটর এবং ফ্যাক্ট চেকারদের কাজে লাগায়নি।
৩) রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেয় এমন পোস্ট কিংবা অ্যাকাউন্স মুছে ফেলেনি।
৪) দাতব্য সংস্থা এবং মিডিয়ার সতর্কতা সত্ত্বেও ফেসবুক যথাযথ এবং সময়োপযোগী পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনজীবীরা সান ফ্রান্সিসকোতে ফেসবুকের বিরুদ্ধে আইনি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে মিয়ানমারে রোহিঙ্গাদের জীবন নিয়ে খেলা করার দায় আনা হয়েছে ফেসবুকের বিরুদ্ধে। তারা রয়টার্স নিউজ এজেন্সির একটি তদন্তে প্রকাশিত ফেসবুক পোস্টগুলোকে উদ্ধৃত করেছে। পোস্টগুলোর মধ্যে ২০১৩ সালের একটিতে লেখা হয়েছিল, আমাদের অবশ্যই তাদের সাথে লড়াই করতে হবে যেভাবে হিটলার ইহুদিদের সাথে করেছিল। অন্য একটি পোস্টে বলা হয়েছে, জ্বালানি ঢালো এবং আগুন জ্বালিয়ে দাও যাতে তারা দ্রুত আল্লাহর সাথে দেখা করতে পারে।
মিয়ানমারে ফেসবুকের দুই কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে। অনেকের জন্য সোশ্যাল মিডিয়া সাইট তাদের খবর পাওয়ার এবং শেয়ার করার প্রধান বা একমাত্র উপায়। ফেসবুক ২০১৮ সালে নিজেই স্বীকার করেছিল, তারা রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা এবং ঘৃণামূলক বক্তব্যের প্ররোচনা রোধে যথেষ্ট কাজ করেনি।