admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২১ ৪:৫৮ অপরাহ্ণ
প্রায় ছয় ঘন্টা পর সচল ফেসবুক, কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ। প্রায় ৬ ঘণ্টা অচল থাকার পর আংশিকভাবে কাজ করতে শুরু করেছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। গতকাল সোমবার রাতে বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমের অন্যতম প্রধান এই তিনটি মাধ্যমের সার্ভার ডাউন হয়ে যাওয়ায় সেগুলো ব্যবহার করা যায়নি। আরব নিউজ। আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেকটরের দেয়া তথ্য অনুসারে, এখন পর্যন্ত সবচেয়ে বড় ধরনের সার্ভার ডাউনের ঘটনা এটি।
বিশ্বের এক কোটিরও বেশি ব্যবহারকারী ফেসবুক ও ইনস্টাগ্রাম নিয়ে অভিযোগ করেছেন। ফেসবুক কর্তৃপক্ষ এ জন্য দুঃখ প্রকাশ করলেও ঠিক কী কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে তা জানায়নি। এছাড়া ঠিক কতজন ব্যবহারকারী এ কারণে সমস্যার মুখে পড়েছে সে বিষয়টিও তারা প্রকাশ করেনি। বিবৃতিতে তারা জানিয়েছে, বিশ্বজুড়ে বিপুল সংখ্যক মানুষ এবং ব্যবসার জন্য যারা আমাদের উপর নির্ভর করে, তাদের অসুবিধার জন্য দুঃখিত। এসব সমস্যা দূর করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

পরে অবশ্য পরিস্থিতি ঠিক হয়ে আসতে থাকার সময় তারা টুইটে জানায়, আমরা আমাদের অ্যাপস এবং পরিষেবার অ্যাক্সেস পুনরুদ্ধার করার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছি এবং তারা এখন অনলাইনে ফিরে আসছে জানাতে পেরে খুশি। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন ফেসবুক কর্মী জানান, তাদের ধারণা ইন্টারনেট ডোমেইনে অভ্যন্তরীণ রাউটিং ভুলের কারণে এই বিভ্রাট ঘটেছিল।
এদিকে ফেসবুকের এ অবস্থার কারণে মার্কিন শেয়ার বাজার নাসডাকে একদিনে ফেসবুকের শেয়ারের দাম ৫.২৫ ডলার কমে যায়। যার প্রভাব পড়ে পুরো কোম্পানির ওপর। ফেসবুকের মার্কেটভ্যালু একদিনে ৫ হাজার কোটি ডলার কমে যায়। আবার বিজ্ঞাপন পরিমাপ সংস্থা স্ট্যান্ডার্ড মিডিয়া ইনডেক্সের অনুমান অনুসারে, বিভ্রাট চলাকালে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ডিজিটাল বিজ্ঞাপন প্ল্যাটফর্ম ফেসবুক প্রতিঘণ্টায় কেবল যুক্তরাষ্ট্রেই পাঁচ লাখ ৪৫ হাজার ডলারের বিজ্ঞাপন রেভিনিউ থেকে বঞ্চিত হয়েছে।