admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ মার্চ, ২০২১ ৭:০০ অপরাহ্ণ
মোঃ পায়েল হাসান মিঠু (১৩) অস্টম শ্রেণীর ছাত্র নিখোঁজ। রংপুর মেট্রোপলিটন থানাধীন বড়দরগাহ বাজারে অবস্থিত আইডিয়াল স্কুলের অস্টম শ্রেণীর ছাত্র মোঃ পায়েল হাসান মিঠু (১৩) পিতা মোঃ জাহাঙ্গীর আলম, গ্রামঃ স্বচাষ, ডাকঘরঃ বড়দরগাহ, থানাঃ মাহিগঞ্জ মেট্রোপলিটন, জেলাঃ রংপুর ২৩-০৩-২০২১ইং মঙ্গলবার বিকাল ৪টায় আইডিয়াল স্কুলে কোচিং করতে গিয়ে আর বাড়িতে ফিরেনি। অনেক খোঁজাখুঁজির পর তার কোথাও কোন সন্ধান না পাওয়ায়, মোঃ পায়েল হাসান মিঠুর পিতা মোঃ জাহাঙ্গীর আলম, ২৩-০৩-২০২১ইং তারিখ রাত আটটায় মাহিগঞ্জ মেট্রোপলিটন থানায় হাজির হয়ে জিডি করেন। জিডি নং- ১১৫৩।
বিবরণঃ মোঃ পায়েল হাসান মিঠু (১৩), উচ্চতা ৫.২ ইঞ্চি, গায়ের রং ফর্সা, আকৃতি – গোলাকার মুখ, পোশাক- জিন্স ফুল প্যান্ট ও চেক ফুলহাতা শার্ট।
যোগাযোগঃ
০১৭৮৮১৮৮৯৮১
মোঃ জাহাঙ্গীর আলম