admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২০ ১১:৩৭ পূর্বাহ্ণ
সামাজিক মাধ্যমে ধনকুবের বিল গেটস এবং আর যাদের নামে ছড়ানো হচ্ছে ভুয়া মেসেজ, করোনাভাইরাস নিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর টুইটারে এখন ছড়িয়ে পড়েছে বহু ভুয়া মেসেজ খবরটা হয়ত আপনার কাছে পোস্ট করা হয়েছে আপনার মামার অ্যাকাউন্ট থেকে অথবা ছবিটা হয়ত পাঠিয়েছে আপনার বন্ধু, কিন্তু করোনাভাইরাস নিয়ে বহু বিভ্রান্তিকর এবং ভুয়া পোস্ট এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেয়ে গেছে। সাধারণ মানুষ যাতে বিভ্রান্ত না হয়, তাই বিবিসির সাংবাদিকরা সাম্প্রতিক এবং সবচেয়ে বেশি শেয়ার হওয়া এধরনের পোস্টে আসা তথ্যের সত্যতা যাচাই করছেন।
বিল গেটসের ভুয়া বার্তাঃ
মাইক্রোসফটের কর্ণধার আমেরিকান ধনকুবের বিল গেটসের লম্বা একটি মেসেজ পৃথিবীর বিভিন্ন দেশে কয়েক হাজার শেয়ার হয়েছে। এই বার্তায় তিনি করোনাভাইরাস মহামারির সময় জীবনের ইতিবাচক দিক নিয়ে মানুষকে ভাবতে অনুপ্রাণিত করেছেন। এই মেসেজটি পৌঁছে দেয়া হয়েছে ভেরিফায়েড (যাচাই করা) কিছু অ্যাকাউন্টে, জাতীয় সংবাদপত্র ওয়েবসাইটগুলো এবং সুপারমডেল নেওমি ক্যাম্পবেলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। কিন্তু আমরা জেনেছি বিল গেটস-এর সাথে এর কোন সম্পর্ক নেই। এক ব্যক্তি নিজে এই মূল পোস্ট দিয়েছেন বলে বিবিসির কাছে দাবি করেছেন। লন্ডনের মোহাম্মদ আলি নামে ওই ব্যক্তি বলেন ১৬ই মার্চ তিনি ফেসবুকে এই মেসেজটি পোস্ট করেছিলেন, কিন্তু তিনি বলেননি যে মেসেজটি বিল গেটসের দেয়া।
লম্বা একটি মেসেজ যা মিথ্যে করে বিল গেটসের নাম দিয়ে পোস্ট করা হয়েছে। এটা নিশ্চিত করে বলতে পারছে না যে তিনিই সর্বপ্রথম এই পোস্টটি দিয়েছিলেন। তবে পাবলিক ফেসবুক অ্যাকাউন্টে এর আগে আর কেউ এই মেসেজটি পোস্ট করেছে বলে বিবিসির অনুসন্ধানে দেখা যায়নি। এই মেসেজটির সঙ্গে বিল গেটসের নাম কীভাবে জুড়ে গেল, তা স্পষ্ট নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যকলাপ ব্যাখ্যা ও বিশ্লেষণ করার যে বিশেষ সফটওয়্যার টুল রয়েছে, যার নাম ক্রাউডট্যাঙ্গেল, তাতে দেখা যাচ্ছে এই মেসেজের সঙ্গে বিল গেটসের নাম প্রথম ব্যবহার করা হয়েছিল ২২শে মার্চ।
বিল গেটসের নাম দিয়ে পোস্ট করা এই বার্তায় যেমন বলা হয়েছে করোনাভাইরাস আমাদের কী শেখাল?- আমি জোরালোভাবে মনে করি সবকিছুর পেছনেই একটা আধ্যাত্মিক কারণ রয়েছে। সেটা ভাল হোক, কি মন্দ। এই করোনাভাইরাস নিয়ে আমার কিছু অনুভূতি তুলে ধরলাম। এই পোস্টে বিস্তারিতভাবে তা তুলে ধরা হয়েছে। খাবার দান করা নিয়ে বিভ্রান্তিমূলক একটি ভিডিও সম্প্রতি মাত্র কয়েক দিনে এক কোটি বার যে ভিডিও মানুষ দেখেছে তাতে দাবি করা হয়েছে করোনাভাইরাস প্রাদুর্ভাবের সময় যাদের প্রয়োজন তাদের জন্য রাস্তায় খাবার প্যাকেট রাখা হচ্ছে।