admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২২ ১২:৩৯ পূর্বাহ্ণ
পলাশ হোসেন, রংপুর জজকোর্ট প্রতিনিধিঃ প্রতিবছরের মতো এ বছরেও মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিলো রংপুর জেলা আইনজীবী সমিতি। আজ এই টুর্নামেন্টের ফাইনাল খেলা রংপুর জজকোর্ট মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় প্রতিদ্বন্দ্বীতা করেন আইনজীবী সমিতির ধরলা একাদশ ও তিস্তা একাদশ। উক্ত খেলায় মঞ্চ গ্যালারিতে উপস্থিত ছিলেন রংপুরের বিজ্ঞ জেলা জজ মোঃ শহিদুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের জজ মোঃ মোস্তফা কামাল, সহ রংপুরের জুডিশিয়াল আদালত ও মেট্রোপলিটন আদালতের বিজ্ঞ বিচারকবৃন্দ।
এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন রংপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি জনাব মোঃ আবদুল মালেক, ও সাধারণ সম্পাদক মোঃ আবদুল হক প্রামাণিক। খেলা শুরুর ১০মিনিটের মাথায় গোল করে ধরলা একাদশ। এর পরেই গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে তিস্তা একাদশ। কিন্তু খেলার প্রথমার্ধে কোনো দলই আর গোল করতে সক্ষম হয়নি। খেলার দ্বিতীয়ার্ধে শ্বাসরুদ্ধকর খেলায় মেতে উঠে উভয় দল।
খেলার শেষ মুহূর্তে রেফারির বাঁশি বেজে উঠার ১ সেকেন্ডের মধ্যেই তিস্তা একাদশ ১টি গোল ধরলা একাদশের গোলপোস্টে দিলেও সময় শেষ হওয়ার পরে গোল হওয়ায় গোলটি বাতিল করে রেফারি। এর পরেই ব্যান্ড পার্টির বিজয়োল্লাসে মেতে উঠে ধরলা একাদশ। আগামী ৩০ নভেম্বর এই টুর্নামেন্টে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে গঠিত টিমের সাথে বিজ্ঞ বিচারকবৃন্দের নিয়ে গঠিত টিমের মধ্যকার প্রীতি ফুটবল খেলার আয়োজন করেছে রংপুর জেলা আইনজীবী সমিতি।