admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ জুলাই, ২০২১ ১০:২৩ পূর্বাহ্ণ
আবুল মাল আবদুল মুহিত করোনা আক্রান্ত তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তিনদিন পর্যন্ত সাবেক অর্থমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুহিত বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক এই অর্থমন্ত্রীর ছোটভাই পল্লী শিশু ফাউন্ডেশন বাংলাদেশ ও ঢাকা ডেল্টা হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান এ এস এ মুয়িজ সুজন।
তিনি বলেন, আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। কিছুটা অবনতি হওয়ায় চিকিৎসকরা হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছিলেন। বেক অর্থমন্ত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, বিগত কয়েক বারের অর্থমন্ত্রী মুহিত বেশ কিছু দিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। এক পর্যায়ে গত রোববার (২৫ জুলাই) তার করোনার নমুনা পরীক্ষা করা হয়।
এতে ফলাফল কোভিড-১৯ পজিটিভ আসে। এ ছাড়া তার বড় ছেলে শাহেদ মুহিতের করোনা টেস্টের ফলাফলও পজিটিভ এসেছে।