admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২০ ৮:০৩ পূর্বাহ্ণ
বাংলাদেশে ৬০ শতাংশ মোবাইল হ্যান্ডসেট স্থানীয় ভাবেই তৈরি হচ্ছে বলে জানিয়েছেন ডাকও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, বাংলাদেশ আমদানির ওপর নির্ভরশীলতা কাটিয়ে মোবাইল সেটসহ ডিজিটাল ডিভাইসের উৎপাদক ও রপ্তানিকারক দেশে রূপান্তরিত হয়েছে।
দেশের চাহিদার ৬০ শতাংশ মোবাইল হ্যান্ডসেট স্থানীয়ভাবেই তৈরি হচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। মোস্তাফা জব্বার বলেন বাংলাদেশ আমদানির ওপর নির্ভরশীলতা কাটিয়ে মোবাইল সেটসহ ডিজিটাল ডিভাইসের উৎপাদক ও রপ্তানিকারক দেশে রূপান্তরিত হয়েছে।
টঙ্গীতে ফাইভ স্টার মোবাইল কোম্পানির নিজস্ব ভবনে কারখানার উদ্বোধন অনুষ্ঠানে রোববার ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। মোস্তাফা জব্বার বলেন, নেপাল ও নাইজেরিয়ায় ল্যাপটপ ও কম্পিউটার রপ্তানি করা হচ্ছে। এ ছাড়া সৌদি আরবে আইওটি ডিভাইস এবং বিশ্বের ৮০টি দেশে সফটওয়্যার রপ্তানি হচ্ছে।
আমেরিকায় মোবাইল হ্যান্ডসেট রপ্তানির কথা উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, দেশে মোবাইলের যে চাহিদার তার শতকরা ৬০ ভাগ স্থানীয়ভাবে উৎপাদিত মোবাইল থেকেই মেটানো সম্ভব হচ্ছে।
ফাইভ স্টার মোবাইল কোম্পানির চেয়ারম্যান মো. অলিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ।