admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২০ ১২:২২ অপরাহ্ণ
গত চব্বিশ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে ৮ জন নিউইয়র্কের বাসিন্দা। বাকি দুজন মিশিগানের ড্রেটয়েট সিটি ও নিউজার্সির প্যাটারসনের বাসিন্দা। এ খবর নিশ্চিত করেছেন নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির একাধিক ব্যক্তি। এ নিয়ে নিউইয়র্কে ২১ জনসহ সারা যুক্তরাষ্ট্রে মোট ২৩ জন বাংলাদেশি করোনা সংক্রমণে মারা গেলেন বলে নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, ২৮ মার্চ মারা গেছেন কায়কোবাদ, শফিকুর রহমান মজুমদার, আজিজুর রহমান, মির্জা হুদা, বিজিত কুমার সাহা, মো. শিপন হোসাইন, জায়েদ আলম ও মুতাব্বির চৌধুরী ইসমত। এ ছাড়া মিশিগান ও নিউজার্সিতে মৃত্যুবরণ করা দুজন বাংলাদেশি নারী। তাদের বাড়ি বৃহত্তর সিলেটে বলে জানা গেছে।
প্রসঙ্গত, পৃথিবীতে এই মুহূর্তে সবচে বেশি করোনা আক্রান্ত যুক্তরাষ্ট্রে। ধারণা করা হচ্ছে, করোনার পরবর্তী হটস্পট যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে আরও ১৮ হাজার ৪২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৪ জন। অপর দিকে দেশটিতে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে নতুন করে আরও ২৬৪ জনের মৃত্যু হয়েছে। মোট মারা গেছেন ২ হাজার ৪৮৪ জন।