ঠাকুরগাঁও || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৫ ১:০২ অপরাহ্ণ
২১ বোতল ফেনসিডিল,৪২ হাজার টাকাসহ ঠাকুরগাঁও সেলিম সেনাবাহিনীর হাতে আটক করেছে। সে সদর উপজেলার শীবগঞ্জ মহেশপুর এলাকার খোরশেদ আলীর পুত্র। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বিগত সরকারের আমল থেকেই অত্র এলাকায় মাদকের স্বর্গরাজ্য হিসেবে গড়ে উঠেছে। জানা যায় উসে এলাকায় মাদক সিন্ডিকেট গড়ে তোলে।
গত বছরের জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে ঠাকুরগাঁও সিভিল সার্জন অফিস ও জেলা প্রশাসনের মদদ পুষ্ট একটি দালাল সিন্ডিকেট টাকার বিনিময়ে সাথে নূন্যতম সম্পর্ক নেই। এরকম বহু সমাজবিরোধী ও অপরাধী চক্রের সদস্য ও বিগত ফ্যাসিস্ট সরকারের দোসরদের টাকার বিনিময়ে জুলাই যোদ্ধার স্বাস্থ্য কার্ড দিয়ে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা প্রদান করছে।
যৌথবাহিনী এর অভিযোগ ঠাকুরগাঁয়ে মাদক ব্যবসায়ী আটক আজ ১১ আগস্ট ২০২৫ তারিখ সোমবার আনুমানিক ২১০০ ঘটিকায় ঠাকুরগাঁও আর্মি ক্যাম্প হতে স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শীবগঞ্জ মহেষপুর গ্রামের খোরশেদ আলীর বাড়িতে পুলিশ ও স্থানীয় প্রশাসনের ম্যাজিস্ট্রেটসহ অভিযান চালায় যৌথ বাহিনীর একটি দল।
অভিযান চলাকালে তার বাড়িতে থেকে ২১ বোতল ফেন্সিডিল, নগদ ৪১ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে খোরশেদ আলীর ছেলে সেলিম রেজাকে আটক করা হয়।পরে সদর থানা পুলিশের কাছে সেলিম রেজাকে হস্তান্তর করে যৌথ বাহিনী। আটককৃত সেলিম রেজা (২৭) একজন তালিকাভুক্ত জুলাই যোদ্ধা । তাকে তল্লাসী করে সরকারের দেয়া কার্ড পাওয়া যায়।
তবে স্থানীয়দের জিজ্ঞাসা করে জানা যায় সে একজন মাদক ব্যবসায়ী। পরবর্তীতে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মামলা রুজু করে। সেনাবাহিনীর পক্ষ হতে জানা যায় যে জেলা এ ধরনের মাদক নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে|