admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২২ ৭:২৬ অপরাহ্ণ
মোস্তাফিজুর রহমান হরিপুর(ঠাকুরগাঁও )উপজেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম শরীফুল হক এর সভাপতিত্বে ২৮-১১-২০২২ ইং রোজ সোমবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ জনাব জিয়াউল হাসান মুকুল , সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা, অফিসার ইনচার্জ জনাব মোঃ তাজুল ইসলাম ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু নগেন কুমার পাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল কাইয়ুম পুষ্প ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মোতাহারা পারভীন সুমি, জনাব মোহাম্মদ রাইহানুল হক মিয়া,মাধ্যমিক শিক্ষা অফিসার হরিপুর ঠাকুরগাঁও জনাব ডাক্তার মোঃ মনিরুল হক খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা হরিপুর ঠাকুরগাঁও মোঃ মনোয়ারুল ইসলাম রিপন যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা ও বিজিবির কোম্পানি কমান্ডারগণ।
উপজেলা পরিষদের মাসিক সভায় মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক আলোচনা করা হয়। আরও উপস্থিত ছিলেন, অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ ও কর্মচারীবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ আলোচনায় অংশ গ্রহণ করেন।