admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ মে, ২০২১ ১১:৫১ পূর্বাহ্ণ
সিলেটে ফের ভূমিকম্প আজ রোববার ভোর ৪টা ৩৫ মিনিট ৭ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ২ দশমিক ৮। এর আগে গতকাল শনিবার চার দফা ভূমিকম্প অনুভূত হয় জেলাটিতে।বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া ও ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক মাহমুদুল হাসান সোহেল। তিনি বলেন, ভূমিকম্পটি খুবই মাইনর ছিল। সে কারণে আমরা এটি আমাদের ওয়েবসাইটে দেইনি।
আবহাওয়া ও ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, এর আগে শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে প্রথম সিলেটে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩। এর পর সকাল ১০টা ৫০ মিনিটে ৫৩ সেকেন্ডে ৪ দশমিক ১ মাত্রার, ১১টা ২৯ মিনিট ৫১ সেকেন্ডে ২ দশমিক ৮ মাত্রার এবং ১টা ৫৮ মিনিটে ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সিলেটের জৈন্তাপুর ও এর আশপাশে এর উৎপত্তিস্থল ছিল।
প্রসঙ্গত, দেশের ইতিহাসে এই প্রথম একই অঞ্চলে একদিনে চার দফা ভূমিকম্প অনুভূত হয়। এর আগে ২০১৯ সালের জানুয়ারি এবং ২০২০ সালের এপ্রিলেও সিলেট অঞ্চলে ভূমিকম্প হয়। তবে সেগুলো ছোট মাত্রার ভূমিকম্প ছিল।