admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২২ ১০:২১ অপরাহ্ণ
কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ফুটবলকে পূণ জীবিত করতে তৃণমূল পর্যায় ফুটবলার হান্টিং এর জন্য ঠাকুরগাঁও জেলায় এসে ব্যারিস্টার সুমন জানালেন-মন্ত্রী হলে ঠাকুরগাঁওয়ের বিমানবন্দরটি চালু করবো। ঠাকুরগাঁওয়ে ফুটবল খেলতে এসে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন আমি ঠাকুরগাঁওয়ে আসছিলাম মাঠে ফুটবল খেলতে। কিন্তু আজ ঠাকুরগাঁও ঘুরে দেখে খেলার মাঠ পরিবর্তন করেছি। আমার এখন একটাই উদ্দ্যেশ্য জীবনে সিলেট থেকে এমপি-মন্ত্রী হতে পারলে ঠাকুরগাঁও বিমানবন্দরটি চালু করবো।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকালে জেনারেল ক্লাব ঠাকুরগাঁও সুগার মিলস্ লিমিটেড এর আয়োজনে ফুটবল খেলতে এসে সুগার মিলস্ কলোনি মাঠে দর্শকদের উদ্দেশ্যে এসব কথা বলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ব্যারিস্টার সুমন বলেন, আমি আসছিলাম শুধু এই মাঠে ফুটবল খেলতে। কিন্তু আজকে ঠাকুরগাঁওয়ে সারাদিন ঘুরে আমি খেলার মাঠ পরিবর্তন করেছি। আমার এখন একটাই উদ্দ্যেশ্য জীবনে যদি কোন দিন টিসলেট আসন থেকে এমপি বা মন্ত্রী হতে পারলে ঠাকুরগাঁওয়ে বিমান উড্ডয়ন করবো। ঠাকুরগাঁওয়ে এতো সুন্দর বিমানবন্দরে বর্তমানে দেখি ট্রাক্টর চলে। আপনাদের ফুটবল খেলায় হারাতে আসিনি। জীবনে যদি একবার ক্ষমতা পাই তাহলে ঠাকুরগাঁওয়ে একটি যুগপোযগি বিমানবন্দর করে দিতে চাই। ঠাকুরগাঁও বিমানবন্দরের বর্তমান অবস্থা দেখে ব্যারিস্টার সুমন আশ্চর্যনতি হয়ে বলেন, এখানে বিমানবন্দর থাকা সত্যেও সৈয়দপুরে কিভাবে বিমানবন্দর হয়। এটিতে সব থেকে কষ্ট পেয়েছি আমি। সবসময় নিজের এলাকার উন্নয়ন করা লাগবে তা না। যদি সুযোগ পাই ও কোন নেতৃত্বে আসতে পারি তাহলে সরকারের কাছেআমার চাওয়ার থাকবে ঠাকুরগাঁওয়ে অচল বিমানবন্দরটিকে সচল করার। ঠাকুরগাঁও ঘুরে মুগ্ধ হয়ে ব্যারিস্টার সুমন বলেন, ঠাকুরগাঁও এসে আমার খুব ভালো লেগেছে। এখানে এখনো ব্রিটিশ ব্রিটিশ গন্ধ রয়েগেছে ও বিদেশ বিদেশ মনে হয়। মানুষ যে কোন সেকেন্ড হোম মালয়েশিয়ায় বানায় বুঝিনা। সেকেন্ড হোম বানানো উচিত ঠাকুরগাঁওয়ে।
এ সময় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মুহাঃ সাদেক কুরাইশী, বিশেষ অতিথি ছিলেন, ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবির, মহাব্যবস্থাপক (অর্থ) সাইফুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিবর্গ।