admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২১ ৮:৩২ অপরাহ্ণ
সিরাজগঞ্জের শাহজাদপুরে ১৪ ছাত্রের চুল কেটে দিলো কর্তৃপক্ষ, শিক্ষার্থীদের প্রতিবাদ। শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে জোর করে ১৪ ছাত্রের চুল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগমুহূর্তে তাদের চুল কাটার পাশাপাশি লাঞ্ছিত করারও অভিযোগ পাওয়া যায়। গত রোববার এই ঘটনা ঘটান বিশ্ববিদ্যালয়টির সহকারী প্রক্টর ও বিভাগীয় চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন। এসব তথ্য জানিয়ে শিক্ষার্থীরা বলছেন, ওই ঘটনার জেরে নাজমুল হাসান তুহিন (২৫) নামে এক ছাত্র গতরাতে আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
মাগুরার নাজমুল বিশ্ববিদ্যালয়টির সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ বিভাগের শিক্ষার্থী, থাকতেন শাহ মখদুম ছাত্রাবাসে। নাজমুলের লাঞ্ছিত হয়ে আত্মহত্যার চেষ্টার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র অধ্যয়ন বিভাগের বিভাগীয় প্রধান ফেরদৌস হিমেল। সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়নের প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা ছিল রোববার। এ সময় কেন্দ্রে প্রবেশের আগে ১৪ পরীক্ষার্থীর চুল কেটে দেন বিভাগীয় চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন।
জানা গেছে, গতকাল ওই বিভাগের বাংলাদেশের ইতিহাস বিষয়ে পরীক্ষা থাকলেও ঘটনার প্রতিবাদে পরীক্ষা বর্জন করে সহপাঠীদের নিয়ে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা। এ সময় তাদের গালাগালির পাশাপাশি ফেল করিয়ে দেওয়ার হুমকি দিয়ে পরীক্ষায় অংশ নিতে বাধ্য করেন ফারহানা ইয়াসমিন। এসব অভিযোগের বিষয়ে তিনি বলেন, কয়েক দিন আগে পরীক্ষা পিছিয়ে দেয়ার দাবি নিয়ে আমার কাছে কিছু ছাত্র এসেছিল।
তাতে রাজি না হওয়ায় রাগে এমন অপপ্রচার চালাতে পারে তারা। সেফবুকে গুজব ছড়াতে এসব প্রচার করছে অন্য বিভাগের ছাত্ররাও। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাননি জানিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আবদুল লতিফ বলেন, অভিযোগ পেলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।